বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ১৪:১৮

হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের অন্যতম সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।

বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। 

এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক ড. আফরোজা খাতুন, অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও অধ্যাপক ড. উম্মে সালমা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মফিজউল ইসলাম ও অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধাক্ষ অধ্যাপক ড. খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, প্রচার সম্পাদক মো. আব্দুল মোমিন সেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সোহরাব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুদ্দিন দুরুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ওবায়দুল্লাহ সাদ্দাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. হাসানুর রহমান, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সদস্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান, অধ্যাপক ড. ইমরান পারভেজ, অধ্যাপক ড. তারিকুল ইসলাম, ডা. সাব্বির হোসেন সবুজ, মীর তুহিন বিল্লাহ, ডা. নাজমী আরা রুমি, কে এইচ নাজমুল আহসান, মো. বেলাল হোসেন, ইয়াসমিন আরা এবং মো. রাশিদুল হক।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

যাযাদি/ এসএম