বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সহযোগী অধ্যাপক পদে নোবিপ্রবির ৯ শিক্ষকের পদোন্নতি

নোবিপ্রবি প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৪, ১৬:৪৭
সহযোগী অধ্যাপক পদে নোবিপ্রবির ৯ শিক্ষকের পদোন্নতি

সসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষক। এছাড়াও,দীর্ঘদিন থেকে সেশনজটে ভোগা সমাজবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার(১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করে।

রেজিস্ট্রার অফিস সুত্রে জানা যায়, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ফয়সাল হাসান ও ড.মো.তসলিম মাহমুদ, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো.সোহেল রানা,পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড.প্রতিমা সরকার।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ফাতেমাতুজ জহুরা ইভামনি,সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড.মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিকী, ইন্সটিটিউট অফ ইনফরমেশন সায়েন্সেসের শিক্ষক উম্মে হাবিবা,আইন বিভাগের শিক্ষক বাদশা মিয়া,এপ্লাইড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড.সুকান্ত ভৌমিক।

এছাড়াও, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন মহিবুল ইসলাম ও মাহবুবা ইসলাম শান্তা নামে দুইজন শিক্ষক।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে