বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রমজানের ছুটি শুরু ১১ মার্চ

ইবি প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৪, ১৩:৪১
ফাইল ছবি

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১১ মার্চ হতে ১৭ এপ্রিল পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রমজান ও ঈদ উপলক্ষে আগামী ১১ মার্চ হতে ১৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটিকালীন যদি কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চায় (ক্যালেন্ডারে উল্লেখিত লাল কালি ব্যতীত) সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা করবে।

আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, হল বন্ধের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে যতদিন অফিস খোলা থাকবে ততদিন হলও খোলা থাকবে বলে জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে