১৬তম জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৪ -এ নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ‘সেরা বিশ্ববিদ্যালয়’ পুরষ্কার পেয়েছে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) কর্তৃক আয়োজিত বিতর্ক কার্নিভাল ১-২ মার্চ ২০২৪ তারিখে জাতীয় শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
গত ২ মার্চ এক জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর।
নর্দান বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন ফারিয়া জাহান (ফার্মেসি), মহসিনা আখতার (ইংরেজি), ওয়াশিক ফারহান মঈন (টেক্সটাইল), রফিকুজ্জামান শাকিল (ইইই), মাহমুদুল হাসান মাহমুদ (ফার্মেসি) ও সুমন সিকদার (ইংরেজি)।
১৬ তম জাতীয় বিতর্ক কার্নিভালে দেশের ৬৪ জেলা থেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের প্রায় দু’হাজার বিতার্কিক অংশ নিয়েছে। উল্লেখ্য, বিগত বছরের জাতীয় বিতর্ক কার্নিভাল ২০২৩-এও নর্দান বিশ্ববিদ্যালয় ‘সেরা বিশ্ববিদ্যালয়’ পুরষ্কার অর্জন করেছিল।
যাযাদি/ এম