প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা আজ

প্রকাশ | ০৩ মার্চ ২০২৪, ১০:৩০

চুয়েট প্রতিনিধি
ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমন্বয়ে গঠিত প্রকৌশল গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা আজ রবিবার। নির্ধারিত সময় সূচী অনুযায়ী তিনটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেলা ১০টা থেকে ১২:৩০ পর্যন্ত ক বিভাগ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এর পরীক্ষা এবং খ বিভাগ ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) একই সময়ে শুরু ও শেষ হয়ে দুপুর ১২:৩০ মিনিট থেকে মুক্ত হস্ত পরীক্ষা যা ১:৪৫ পর্যন্ত চলবে। ক বিভাগে মোট ৫০০ নম্বরের নৈবর্তিক এবং খ বিভাগের জন্য মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বর সহ মোট ৭০০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে।


চুয়েট কেন্দ্রে ক বিভাগে ৬৯১৪ জন ও খ বিভাগে সাতশ ষোল জন সহ মোট ৭৬৩০ জন, রুয়েট কেন্দ্রে ক বিভাগ হতে ৬৯৯২ জন ও খ বিভাগ হতে ৬৩০ জন ও কুয়েট কেন্দ্রে ৭৬১৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩২৩১টি আসনের বিপরীতে আবেদন করে প্রায় ২৩ হাজার জন। যেখানে আসনপ্রতি লড়ছেন ৭ দশমিক ১০ জন তথা ৮ জন পরীক্ষার্থী। 

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবারও সংরক্ষিত আসনসহ চুয়েটে ৯৩১টি, কুয়েটে ১০৬৫টি ও রুয়েটে ১২৩৫টি আসন রয়েছে। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেন চুয়েট। আগামী ১৮ই মার্চ ফলাফল প্রকাশ করা হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

যাযাদি/ এস