জমকালো আয়োজনে পর্দা নামলো দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের বার্ষিক জমকালো আয়োজন কিংকর্তব্যবিমূঢ়-১৪ এর।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে বিকাল ৪ টার সময় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মো. এম কামরুজ্জামান।আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন এবং প্রক্টর শাখা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালকবৃন্দ।এছাড়াও বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থীরা এবং হাবিপ্রবি ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে সংগঠনটির সাংস্কৃতিক শিল্পীরা মাসব্যাপী রিহার্সেল করেছে।শেখ রাসেল হল মাঠে সাজানো হয়েছে বিশাল মঞ্চ, করা হয়েছে রঙিন আলোকসজ্জা এবং দর্শনার্থীদের অনুষ্ঠান উপভোগের জন্য ব্যবস্থা ছিল পর্যাপ্ত চেয়ারের। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত থিম "অপারেশন জ্যাকপটের" মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি।এছাড়াও অনুষ্ঠানের আয়োজনে আরো ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাদের দুঃখ কষ্ট তুলে ধরে একটি প্রদর্শনী,বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিশাতের দুর্ঘটনার উপর নির্মিত নাটক "রোড এক্সিডেন্ট",পুঁথি পাঠ,ভাষা ভাষার লড়াই আঞ্চলিক কবিতা,ফোক ফিউশন,কাব্যনাট্য শৈবালের আর্তনাদ,রম্য নাটক বাঁশের হাট কোর্ট এবং সেই সাথে বর্তমানে প্রচলিত গান ও নাচ।
অনুষ্ঠানটি আগত দর্শনার্থীদের মাঝে প্রাণের সঞ্চার করেছে।সংগঠনটির সুন্দর আয়োজনে খুশি সকলেই।দর্শনার্থীরা বলছেন এমন আয়োজনের মাধ্যমে আমাদের চিত্তবোনদের খোরাক মেটে।যারা সংস্কৃতি প্রেমী তারা তাদের সৃজনশীলতা তুলে ধরতে পারেন।
তেমনি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ২০ ব্যাচের শিক্ষার্থী ওসমান গণি রাসেল বলেন,অনেকদিন পরে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সিগনেচার প্রোগ্রাম কিংকর্তব্যবিমূঢ় দেখছি।নিঃসন্দেহে অনেক ভালো লাগছে। সেঁজুতি সবসময়ই চেষ্টা করে ভিন্নধর্মী কিছু নিয়ে আসার আর আমরা তাদের এমন সৃজনশীলতাকে সাদরে গ্রহণ করি।এমন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের গ্যড়াকল থেকে বের হয়ে একটু হৈ হুল্লোড় করতে পারি যা আমাদের মানসিক প্রশান্তি দেয়।প্রত্যাশা থাকবে সেঁজুতি যেনো এমন অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করতে পারে।
কিংকর্তব্যবিমূঢ়-১৪ এর আয়োজন নিয়ে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সভাপতি নাহিয়ান চৌধুরী জয় বলেন,
যাযাদি/ এস