শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হাবিপ্রবিতে মন্দিরের জন্য জায়গা নির্ধারণ

হাবিপ্রবি প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৫
হাবিপ্রবিতে মন্দিরের জন্য জায়গা নির্ধারণ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রার্থনার জন্য মন্দিরের জায়গার জন্য বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পশ্চিম পাশের জায়গাটিকে উপযুক্ত জায়গা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ে মন্দিরের জায়গা নির্ধারণ করার জন্য করা কমিটি।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বলরাম রায় বলেন, আমরা জায়গাটি ঘুরে দেখেছি। আমাদের কমিটির পক্ষ থেকে সব দিক বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পশ্চিম পাশের জায়গা নির্ধারণ করা হয়েছে।

কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, সার্বিক বিবেচনায় এই জায়গটিকে উপযুক্ত বলে মনে করছি। গত ২১ ফেব্রুয়ারি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি।

এদিকে জায়গা নির্ধারণী কমিটির নির্ধারিত জায়গার প্রেক্ষিতে মন্দিরে যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা নির্মাণ ও ছাত্র-ছাত্রী উভয়ে যাতে নিরাপদে প্রার্থনা করে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তাসহ আট দফা দাবিতে গত ২৪ ফেব্রুয়ারিতে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে