ইবির রসায়ন বিভাগের পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

ইবি প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রজতজয়ন্তী ও পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিভাগের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার সকাল সাড়ে ১০টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরিফ মোহাম্মদ আল-রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। 

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। 

এছাড়াও এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকতারা উপস্থিত ছিলেন। পরে বিকেলে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।  

সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান সময়টা বিজ্ঞান ও কলাকৌশলগত উন্নয়নের যুগ। বিজ্ঞানকে টেকনোলজির সঙ্গে মিলিয়ে অধ্যয়নের একটি বিভাগ হলো ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। বিভাগটির ২৫ বছর পূর্তিতে এ্যালামনাইদের যে মিলন ঘটেছে তাতে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বিভাগটি সমৃদ্ধ হবে।

এর আগে শুক্রবার পিঠা উৎসব, ফুল উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করে বিভাগটি।

যাযাদি/ এম