বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষর্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী ক্যাম্পাসে ‘অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল গিফট বিতরণ, আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনী, বিভাগের প্রয়াত শিক্ষার্থীদের উতসর্গ করে বৃক্ষরোপণ, ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সন্ধ্যা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, ভয়েজ অব মাইলসের কনসার্ট ও সমাপনী।
উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহির উদ্দিন আহমেদ প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পুরো অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন খুশবু, অনুষ্ঠানের আহবায়ক সুরঞ্জিত ভূষণ দাস রায় ও সদস্য সচিব অধ্যাপক মাহবুবুল হাকিম।
প্রসঙ্গত, এবারের পুনর্মিলনীতে হাজারের অধিক অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন দেশে কর্মরত ৫০ জন অ্যালাম নাই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাস সেজেছিল নান্দনিক সাজে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল।
যাযাদি/ এম