শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ঢাবির ভর্তি পরীক্ষায় অপতৎপরতা রোধে তৎপর প্রশাসন : ঢাবি ভিসি 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬
ঢাবির ভর্তি পরীক্ষায় অপতৎপরতা রোধে তৎপর প্রশাসন : ঢাবি ভিসি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা কে কেন্দ্র করে অপতৎপরতা রোধে তৎপর ঢাবি প্রশাসন । ইতোমধ্যেই পুলিশ অপপ্রচারকারীদের শনাক্ত করতে পেরেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে ব্যবসা শিক্ষা অনুষদের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন

আহমেদ,ব্যবসা শিক্ষা অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মুহাম্মাদ আব্দুল মঈন,প্রক্টর অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সকাল ১১টায় শুরু হয়েছে। শেষ হবে থেকে ১২.৩০টা । বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকাল ১১.১৫টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এবারের ভর্তি পরীক্ষা ঢাকা সহ ৭ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসা শিক্ষা ইউনিটে মোট পরীক্ষার্থী ৩৭৬৭৯জন জন । প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৩৬ জন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে