শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাকৃবিতে ত্রিভুজের নতুন কমিটি

বাকৃবি প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩
বাকৃবিতে ত্রিভুজের নতুন কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ত্রিভুজের কার্যনির্বাহী পরিষদ ২০২৪ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী কৌশিক আহম্মেদ মনোনীত হয়েছেন।

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখায় ওই আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ওইদিন বনভোজন, বিভিন্ন খেলাধূলা এবং র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর রহমান ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক ডা. পপি খাতুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহমুদ ও সৌরভ ঢালি মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আমি একজন ভালো শ্রোতা। আমি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখতে পছন্দ করি। তাই তোমাদের কাজগুলোকে পেছন থেকে সবসময় উৎসাহ দিতে চাই। আমি সাধারণ একজন শিক্ষক হিসেবে তোমাদের সাথে থাকতে ও মিশতে চাই। গত কমিটির যা ভুল ছিলো নতুন কমিটি সেগুলো সংশোধন করে সামনের দিনগুলোতে আরও সাংগাঠনিকভাবে এগিয়ে যাবে বলে আশা করছি।

উল্লেখ্য, সুপ্তকে বিকশিত করার লক্ষ্য নিয়ে ২০০৩ সালের পহেলা বৈশাখে বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন ত্রিভুজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত "ত্রয়ী" নামক ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংগঠনটি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে