কলেজ শিক্ষার্থীদের অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমী হওয়ার আহ্বান উপাচার্যের
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৬
কলেজ শিক্ষার্থীদের অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেন, শিক্ষার্থীদেরকে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করে পাঠগ্রহণে সচেষ্ট থাকতে হবে। তরুণ প্রজন্মকে বিশ্বনাগরিকে পরিণত হতে হবে।
১৯ ফেব্রুয়ারি সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া ভাটেরা ডিগ্রি কলেজ আয়োজিত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘অভিভাবক সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। কঠোর পরিশ্রম করবে। নিয়মিত লাইব্রেরিতে যাবে। মনে রাখবে, সফলতায় পৌঁছাতে হলে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমার হাতে যে সময়টুকু আছে সেটির কাজে লাগাতে হবে। কোনোভাবেই সময় অযথা নষ্ট করা যাবে না। আমি আস্থার সঙ্গে বলতে পারি, তোমরা যদি সঠিকভাবে চারটি বছর কাজে লাগাও, তাহলে কেউ তোমার চলার পথকে রুখতে পারবে না। যদি মনে করো সময়কে হেলায় হারাবে, তাহলে এটিও মনে রেখো- জীবন যুদ্ধে পরাজিত মানুষের পাশে হাত বাড়ানোর মানুষ খুব কম পাবে। সুতরাং নিজেকে জ্ঞানের আলোকে উজ্জীবিত করো।’
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘প্রতিদিন তুমি ৭/৮ ঘণ্টা পড়াশোনা করবে। তোমার হাতে যে ডিভাইসটি রয়েছে তার মাধ্যমে তুমি ই-বুক, ই-জার্নাল খুঁজবে। তোমার পাঠ্যবইয়ের তথ্য খুঁজবে। মনে রাখতে হবে, বিশ্বের সঙ্গে তোমার প্রতিযোগিতা হবে। সেভাবেই তুমি নিজেকে প্রস্তুত করবে। তোমাদের পাশে শিক্ষক আছেন, পিতা-মাতা আছেন, বড় ভাই আছেন আর জাতীয় বিশ্ববিদ্যালয় যেকোনো বিষয়ে পাশে থাকবে। এটি আমি নিশ্চিতভাবে বলে যাচ্ছি। তোমরা তোমাদের কাজটি করবে আমরা অভিভাবক হিসেবে আমাদের কাজটি করবো।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সচিব ও সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, যুক্তরাজ্যের নিউ সিটি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. নুরুল ইসলাম, ভাটেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, ভাটেরা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
যাযাদি/ এম