অমর একুশে বই মেলা- ২০২৪ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগ ও জাগৃতি প্রকাশনীর যৌথ আয়োজনে আজ ১৯ ফেব্রুয়ারি (২০২৪) সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়ার ‘প্রাচীন ভারতে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে এবং বিভাগের সাবেক ছাত্র হীরা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নীরু রড়ুয়া এবং জাগৃতি প্রকাশনীর প্রকাশক রাজিয়া রহমান।
এ সময় ঢাবির সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া,কলেজ শিক্ষক অধ্যক্ষ সুকোমল বড়ুয়া সহ বিভাগের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বইয়ের লেখককে ধন্যবাদ জানিয়ে বলেন, "প্রাচীন ভারতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জ্ঞান বিতরণ পদ্ধতি এবং বিশবিদ্যালয় গুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ছাত্র-শিক্ষকরা এই বই পড়ে জানতে পারবে। জ্ঞান সৃষ্টির প্রবাহে বাঁধা সৃষ্টি হলে মৌলিক জ্ঞান সৃষ্টির উৎসে আমরা পৌঁছাতে পারি না"।
ইতিহাসের হারানো জ্ঞানকে বিশ্লেষণ করে নতুন জ্ঞান সৃষ্টিতে এই বই সহায়ক হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
যাযাদি/ এম