শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হাবিপ্রবিতে দুই দিনব্যাপী আধুনিক যন্ত্র পরিচালনায় প্রশিক্ষণ

হাবিপ্রবি প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী আধুনিক যন্ত্র পরিচালনায় প্রশিক্ষণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষকদের জন্য অত্যাধুনিক গবেষণা যন্ত্র 'আল্ট্রা হাই পারফর্মেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি' (ইইউএইচপিএলসি) পরিচালনার ওপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আগ্রহী শিক্ষকদের অংশগ্রহণে ইনভেন্ট টেকনোলজিস এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্যায়ের আয়োজন করে কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজী ইউনিট। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম রাব্বানী, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, কেন্দ্রীয় গবেষণাগার উন্নয়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. খালেদ হোসেন এবং কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজী ইউনিটের ইনচার্জ প্রফেসর ড. ইয়াছিন প্রধান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গবেষণাগার উন্নয়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ. টি. এম. শফিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণের অনুভূতি জানিয়ে মেডিসিন, সার্জারি এন্ড অবসটেট্রিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা বলেন, আমরা দুই দিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি যন্ত্রের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে, কি কি নিয়ে কাজ করা যাবে এবং কি কি অ্যানালাইসিস করা যাবে এসব সম্পর্কে ধারণা পেয়েছি। এছাড়াও যন্ত্রটি কিভাবে পরিচালনা করে গবেষণার জন্য প্রয়োজনীয় সঠিক ডাটা বের করতে পারবো সেটাও জানলাম। এই ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজী ইউনিট ইনচার্জ প্রফেসর ড. ইয়াছিন প্রধান ট্রেনিং প্রোগ্রামের সার্বিক বিষয়ে বলেন, আমরা ইনভেন্ট টেকনোলজিস এর দক্ষ প্রশিক্ষণ টিমের সহযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিভিন্ন জিনিসের রাসায়নিক বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় 'হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি' যন্ত্রের পরিচালনা সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়াও আগামীতে সার্বক্ষণিক সহযোগিতার জন্য অনলাইনে প্রশিক্ষকগণ যন্ত্র পরিচালনায় যে কোনো সমস্যাই আমাদের গবেষকদের সহযোগিতা করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ খুব সহজেই যেকোনো প্রোডাক্টের উপাদান সমূহ চিহ্নিত ও তাদের সঠিক পরিমাণ নির্ণয় করতে পারবে বলে আশা করছি।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমাদের যন্ত্র পাতি ব্যবহারের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা বাইরে অ্যাডভান্স রিসার্চ করে আসছি তারা এখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের এসব অত্যাধুনিক মেশিন ব্যবহার করে সেই অ্যাডভান্স রিসার্চ চর্চা করতে পারবো। আমাদের কেন্দ্রীয় গবেষণাগারে অতিশীঘ্রই আরো দুইটি ইউনিট চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি ডায়াগনস্টিক ইউনিট। এই ইউনিটের ২১ টি অত্যাধুনিক যন্ত্রের মধ্যে ১৮ টি ল্যাবে চলে এসেছে এবং আরেকটি ইউনিট টিস্যু কালচার ইউনিটের কাজ চলমান রয়েছে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে সত্যিকারের ইফেক্টিভ গবেষণা কার্যক্রম পরিচালিত হোক।

উল্লেখ্য যে, আল্ট্রা হাই পারফর্মেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (ইইউএইচপিএলসি) গবেষণা এবং পণ্য বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখে। যন্ত্রটি ফার্মাসিউটিক্যালস, খাবার, জৈব রাসায়নিক গবেষণা, সিন্থেটিক পলিমার, বায়োমোলিকুলার স্টাডি এবং পরিবেশ পর্যবেক্ষণে ব্যাপক ব্যবহৃত হয় এবং গবেষকদের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একটি আধুনিক গবেষণাগারের অন্যতম একটি জনপ্রিয় প্রযুক্তি হলো আল্ট্রা হাই পারফর্মেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি(ইইউএইচপিএলসি)।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে