দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের নির্মান কাজ প্রায় সমাপ্ত। দৃশ্যমান হয়েছে মূল স্থাপনা। যার নয়নাভিরাম দৃশ্য বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে অদ্যাবধি এই গেটের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে অপরিসীম। ভেতরে টিএসসি, ব্যাংক, ডি-বক্স, আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ নানান স্থাপনা ও ব্যক্তিদের পদচারণায় মুখর থাকে এই গেইটটি। এছাড়াও গেইটের পাশে অনেক টঙ দোকান থাকায় সর্বদায় ব্যস্ততা লেগে থাকে এই পথে।
কৃষি অনুষদের শিক্ষার্থী জাবির আল মামুন বলেন, দেরিতে হলেও বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজ হচ্ছে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো অনেকটা পরিচায়ক হিসেবে কাজ করে। আর্টিকেল কিংবা নিউজে সাধারণত বিশ্ববিদ্যালয়ের ফটকের ছবিগুলোই বেশি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে, দৃষ্টিনন্দন ফটকগুলো একটি ভালো ইম্প্রেশন তৈরিতেও যথেষ্ট ভূমিকা রাখে। নির্মিতব্য তৃতীয় দৃষ্টিনন্দন ফটকটি এমনি পরিচায়ক হিসেবে ব্যবহার হবে বলে আশা করছি। পাশাপাশি দৃষ্টিনন্দন ফটকটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকেও কয়েক গুন বাড়িয়ে দিবে বলে আমার বিশ্বাস। নজরকাড়া স্থাপত্যের এই ফটকটি নির্মাণের জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।
যাযাদি/ এস