শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

হাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে রিজিওনাল এগ্রি-এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড

হাবিপ্রবি প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৩
হাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে রিজিওনাল এগ্রি-এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সাইন্সেস (ইয়াস) বাংলাদেশ এইচএসটিইউ এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে রিজিওনাল এগ্রি-এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড-২০২৪।

উক্ত অলিম্পিয়াডের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৮ এবং ৯ ই মার্চ। বাংলাদেশে প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী এই অলিম্পিয়াড।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ইয়াস বাংলাদেশ হাবিপ্রবি শাখার সভাপতি মো. মাহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইয়াস বাংলাদেশ হাবিপ্রবি শাখার মেম্বারশিপ অফিসার মো: মাহফুজুর রহমান, কোয়লিটি বোর্ড মেম্বার আল মামুন, ফারজানা আক্তার প্রীতি, খায়রুল ইসলাম শুভ, জেনারেল মেম্বার মিরজা রেদোয়ান, স্বাধীন ও বিশ্ববিদ্যালয় এ কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইয়াস বাংলাদেশ এইচএসটিইউ এর সভাপতি মোঃ মহিদুল ইসলাম বলেন, অলিম্পিয়াডটিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও দক্ষতা প্রকাশের জন্য বিশাল একটি সুযোগ পাবেন। এছাড়াও এটি তাদের উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে এবং তা প্রকাশ করতে সাহায্য করবে, একই সাথে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে। পাবলিক স্পিকিং এ তাদের আস্থা বাড়াতেও অবদান রাখবে।

হাবিপ্রবিতে অনুষ্ঠিতব্য এই অলিম্পিয়াডের মূল পর্বে অংশগ্রহণ করবে সারা দেশের বেশ কিছু স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ এরও অধিক শিক্ষার্থী। এছাড়াও স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য গবেষক ও যুব আইকনগণ।

'রিজিওনাল এগ্রি এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৪' আয়োজনকে ঘিরে থাকছে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট, পুরস্কার বিতরণ, পাবলিক স্পিকিং,কেইস সলভিং কম্পিটিশন, পোস্টার মেকিং কম্পিটিশন, গেম সেগমেন্ট, গ্রান্ড ডিনার, বিভিন্ন সায়েন্টিফিক ইভেন্ট, মোটিভেশনাল সেশন, সারপ্রাইজ ইভেন্ট সহ আরও নানা চমক।

ইতোমধ্যেই প্রতিযোগিতাটির বাছাই পর্ব চলমান রয়েছে যা সবার জন্য উন্মুক্ত এবং বাছাই পর্ব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রেশন করে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সাইন্সেস (ইয়াস) হলো বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারাবিশ্বে অবদান রেখে যাচ্ছে, ২০১৭ সাল থেকে বাংলাদেশে সক্রিয় ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশে ১২০০ এর অধিক সক্রিয় সদস্য সহ সারাদেশে ১২ টি লোকাল কমিটি রয়েছে। ইয়াস বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ইভেন্ট, ট্রেনিং সেশনের আয়োজন করে এবং কৃষি সম্পর্কিত কোম্পানি ও সংস্থাগুলোকে এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ প্রদান করে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে