দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ হলের ক্যান্টিন দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় হল সুপার প্রফেসর ড. মো রবিউল ইসলাম জানান শিক্ষার্থীরা চাইলে ক্যান্টিনের দায়িত্ব নিজেরাই নিতে পারে। ক্যান্টিন পরিচালনায় শিক্ষার্থীদের সুযোগ রয়েছে। এছাড়াও আমরা লোক খুঁজছি ক্যান্টিন পরিচালনার জন্য।
এদিকে দীর্ঘদিন যাবৎ ক্যান্টিন বন্ধ থাকায় বিপাকে পড়েছে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা।এ বিষয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন বলেন, হলে উঠার সময়ে ক্যান্টিনটি জাঁকজমকভাবে চলতে দেখা গেলেও গত কয়েকমাস যাবত সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে ক্যান্টিনটি। প্রয়োজনের সময়ও আমাদের অন্য হলের ক্যান্টিনে যেতে হয়। শীতের রাতে আবার বাঁশেরহাটও যেতে হয় ।
রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী চয়ন রায় বলেন, ডরমেটরি-২ হল হাবিপ্রবির অন্যতম একটা হল যেখানে সর্বাধিক সংখ্যক ছাত্র অবস্থান করে। এই বড় হলের ক্যান্টিন সর্বদায় বন্ধ থাকে । রাতে এবং সকালে নাস্তার প্রয়োজনে হলের বাহিরে যেতে হয় যেটা অনেকটা বিরক্তিকর । মানসম্মত খাবার যেখানে নিশ্চিত প্রয়োজন সেখানে ক্যান্টিন সবর্দাই বন্ধ থাকে । খুব শীঘ্রই এটার সমাধান হওয়া উচিত । এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ডরমেটরি-২ হল বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা হল যেখানে সর্বাধিক সংখ্যক ছাত্র অবস্থান করে। হলের ক্যান্টিন পরিচালনায় যারা দায়িত্ব নিয়েছিল কেউ স্থায়ী ছিল না। প্রায় ৭শত শিক্ষার্থীদের একটি মাত্র ক্যান্টিন বন্ধ থাকায় প্রায় সময়ই ভোগান্তিতে শিক্ষার্থীরা । ক্যান্টিন বন্ধের বিষয়ে ডরমেটরি-২ হলের হল সুপার আরো বলেন "কিছু ছাত্রের বিরূপ আচরণের জন্য ক্যান্টিনের দায়িত্বরত লোক ক্যান্টিন বন্ধ করে চলে যায়। তারপর থেকেই ক্যান্টিনটি বন্ধ রয়েছে । আমরা লোক খুঁজছি এক্ষেত্রে ছাত্রদের সহযোগিতা প্রয়োজন।
যাযাদি/ এসএম