বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কানাডার বিজনেস এডুকেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যাযাদি ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১০
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কানাডার বিজনেস এডুকেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এর উদ্যোগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট মেরি ইউনিভার্সিটি, কানাডার স্কুল অব বিজনেসের এসোসিয়েট প্রফেসর ড. রেহমান খোখার।

সেমিনারের শুরুতেই ড. খোখার কানাডার বিজনেস এডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ঠ্য সমূহ অডিয়েন্সের সামনে তুলে ধরেন।

পাশাপাশি সেইন্ট মেরি ইউনিভার্সিটির এডমিশন প্রসেস, স্কলারশীপ, পার্টটাইম চাকুরী সুবিধা সমূহ বিস্তারিত ভাবে আলোচনা করেন। ড. খোখার কানাডার কর্পোরেট সেক্টরে চাকুরীসুবিধা ও ওয়ার্কপারমিটের বিভিন্ন দিন সম্পর্কেও নাতিদীর্ঘ আলোচনা করেন।

উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, স্কুল অব বিজনেসের ডিন, উক্ত অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, উক্ত সেমিনারে শিক্ষার্থীরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে কিভাবে কানাডাতে পড়ালেখা ও চাকরীর জন্য প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে মূল্যবান ধারণা পেয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে