শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ঢাবি কে মিনিবাস উপহার দিলো উত্তরা ব্যাংক

ঢাবিপ্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৮
ঢাবি কে মিনিবাস উপহার দিলো উত্তরা ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ব্যবহারের জন্য উত্তরা ব্যাংক লিমিটেড বিশ্ববিদ্যালয়কে ১টি মিনিবাস উপহার দিয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) উত্তরা ব্যাংকের চেয়ারম্যান জনাব আজহারুল ইসলাম বাসটির চাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর কাছে হস্তান্তর করেন।

এ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে তাঁর অফিস সংলগ্ন লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরা ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং উত্তরা ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রবিউল হোসেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ব্যবহারের জন্য ১টি বাস প্রদান করায় উত্তরা ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, উত্তরা ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবসময় সাহায্য- সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে আমরা প্রত্যাশা করি।

আমরা সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিশেষ করে অ্যালামনাইদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করে এবং সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যায়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করব।

উত্তরা ব্যাংকের চেয়ারম্যান জনাব আজহারুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে উত্তরা ব্যাংক সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে