পিআইবির সাথে কুবি সাংবাদিক সমিতির মতবিনিময়
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর সদস্যদের সাথে মতবিনিময় করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কুবিসাসের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুবিসাস'র সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আবদুল্লাহ, কালেরকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন , কালবেলার মফস্বল সম্পাদক নাজমুস সাকিবসহ মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ক্যাম্পাস সাংবাদিকতা, অনুসন্ধানী, বস্তুনিষ্ঠতা, ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব, সময়ের সাথে তালমিলিয়ে চলা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এছাড়াও ক্যাম্পাস সাংবাদিতার চ্যালেঞ্জ মোকাবেলা ও অধ্যায়নের প্রতি গুরুত্বরোপ করেন। পরে উভয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য এসময় আরও উপস্থিত ছিলেন পিআইবির মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ শামসুদ্দিন, নূরে আলম, মোহাম্মদ লুকমান হোসেন, মোহাম্মদ পারভেজসহ কুবিতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সদস্যরা।
যাযাদি/ এসএম