বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

বইমেলার প্রতিবারের 'ডিস্টার্ব সঙ্গী' আকস্মিক বৃষ্টি!

ঢাবি প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১২
বইমেলার প্রতিবারের 'ডিস্টার্ব সঙ্গী' আকস্মিক বৃষ্টি!

গত এক দশক ধরে অমর একুশে বইমেলার প্রতিবারের যেন 'ডিস্টার্ব সঙ্গী' আকস্মিক বৃষ্টি! এমনকি করোনা মহামারীর সময় বইমেলা পিছিয়ে দেয়া হলেও বৃষ্টি ঠিকই সঙ্গী হয়েছে বইমেলার।

সেই ২০১৪ সাল থেকেই বইমেলার উৎসব কে ম্লান করে দিতে ফেব্রুয়ারি মাসের কোন না কোন সময় উপস্থিত বৃষ্টি।২০১৫,২০১৬ ,২০১৭ থেকে এ দৃশ্য দেখা গেছে। এমনকি করোনা মহামারীর সময় ২০২১ সালে ফেব্রুয়ারি মাসের পরিবর্তে মার্চ মাসে বইমেলার আয়োজন করা হয়। তখনো বৃষ্টি এসেছিল। পরবর্তী বছর ২০২২ সালে ১৬ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করা হলেও তখনও বৃষ্টি আসতে ভুল করে নি।

সর্বশেষ আজ ভোররাতে হঠাৎ বৃষ্টিতে এলোমেলো হয়ে যায় বইমেলার প্রস্তুতি।ফলে বই প্রকাশকারীরা ঠিক মতো বইয়ের স্টল তৈরির কাজ শেষ করতে পারেননি। অনেক বই নষ্ট হয়ে গেছে।পাঠকের আগমন জমজমাট ছিল না।

অথচ এবার মেট্রোরেলের কারণে বইমেলায় পাঠকদের সমাগম বেশি হবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগে থেকেই হঠাৎ বৃষ্টিতে হতাশ প্রকাশকরা।

ঝিনুক প্রকাশনীর বিক্রয় কর্মী নাদিম খাঁন নিলয় জানান,"গত রাতে ( আজ ভোর রাতে) হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় অনেক বইয়ের স্টল। অনেক বই নষ্ট হয়ে যায়।আজ সারাদিন বৃষ্টি ছিল না। মাগরিবের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে।ফলে পাঠকদের সমাগম কম"।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে