রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক্রিকেট প্রিমিয়ার লিগ শুরু কাল
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্রিকেট প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামীকাল (২ ফেব্রুয়ারি)। খেলাটি বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক শফিকুর রহমান বাদশা প্রধান অতিথি হিসেবে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
বিভাগটির আয়োজনে উদ্বোধনী টুর্নামেন্টের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর ।
টুর্নামেন্টে বিভাগের মোট ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- প্লেটো’স পাইথন, এরিস্টটল কিংস, ম্যাকিয়াভেলি মারভেলাস, রুশো রাইডার্স, হবস্ লায়ন্স, মন্টেস্কিউ মাউন্টেন, সক্রেটিস সোলজারস, লকেচ’স থান্ডারস।
৮টি দলের দল ব্যবস্থাপকরা সর্বোচ্চ ও সীমাবদ্ধ দাম হাকিয়ে খেলোয়াড়দের নিজ দলে ভিড়িয়েছেন।
টুর্নামেন্টের প্রথম দিনে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে লকেচ’স থান্ডারসের বিরুদ্ধে মন্টেস্কিউ মাউন্টেন মাঠে নামবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড। এছাড়া অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে থাকছে এ.এইচ. খান অ্যান্ড কোম্পানি, ব্রুভানা গ্রুপ, হাঁস পাগল রেস্টুরেন্ট, ফেইমাস ইন্টারনেশনাল কমিউনিকেশন লিমিটেড।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক খবরের কাগজ। ২ ফেব্রুয়ারিতে শুরু হওয়া টুর্নামেন্টির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।
এর আগে গেল বছরের ৮ ডিসেম্বর টুর্নামেন্টটির লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীম ও রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেডের স্বত্বাধিকারী সৈয়দ আব্দুল্লাহ শাওন।
যাযাদি/ এস