বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

হাবিপ্রবিতে শিক্ষকদের পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৪০
হাবিপ্রবিতে শিক্ষকদের পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দের জন্য “পাইথন বেসিকস (মডিউল—১) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস—চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. ফাহিমা খানম, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।

টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী অধ্যাপক মোঃ সোহরাওয়ার্দী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস—চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. ফাহিমা খানম বলেন, এটি একটি হাই প্রোগ্রামিং সফটওয়্যার। বর্তমান যুগে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আমাদের আপডেট থাকতে হবে। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান একাডেমিক কাজে ব্যবহার ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ ধরণের প্রশিক্ষণ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে