শাবিতে ট্রান্সজেন্ডার বিরোধী মানববন্ধন
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৩২
সম্প্রতি দেশে আলোচিত ইস্যু ‘ট্রান্সজেন্ডার’ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে ৮ দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল করিম মাহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জুবায়ের রায়হান, সমাজকর্ম বিভাগের মোফাজ্জল হক ও সিদ্দিকুর রহমান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিব আহসান, নৃবিজ্ঞান বিভাগের আফসার হোসেন প্রমুখ। ট্রান্সজেন্ডারবাদকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বক্তারা বলেন, ‘এই ব্যাধি আমাদের জন্য হুমকিস্বরূপ।
পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার নামক বিষ ঢুকানো হয়েছে। ছেলেমেয়েদের এই শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমাদের পারিবারিক ও সামাজিক অবস্থা ভেঙ্গে দেওয়ার ষড়যন্ত্র চলছে।’ এছাড়া ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবের বই ছেড়াকে সমর্থন করে শিক্ষার্থীরা বলেন, পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার অন্তর্ভুক্তি আমরা কখনো মেনে নিবো না। এসময় ক্যাম্পাসে ট্রান্সজেন্ডার ও সমকামিতা বিরোধী স্লোগানে মিছিলও করেন শিক্ষার্থীর।
যাযাদি/ এম