বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শাবিতে ফুড কোর্ট উদ্বোধন

শাবি প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬
শাবিতে ফুড কোর্ট উদ্বোধন

শিক্ষার্থীদের উন্নতমানের খাবার নিশ্চিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নান্দনিক ফুড কোর্ট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চসংলগ্ন একটি ফুড কোর্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় উপাচার্য বলেন, আমরা শিক্ষা, গবেষণা, অবকাঠামো সর্বক্ষেত্রে নতুন স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করছি। তার অংশ হিসেবে খাবারের মানকে ও বৃদ্ধি করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের স্বল্প মূল্যে ভালো খাবার নিশ্চিত করা। কোম্পানিগুলোকে ধন্যবাদ আমাদের ক্যাম্পাসে আসার জন্য।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফুড কোর্টের খাবার নিয়ে যদি কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। কেউ যদি এখান থেকে চাঁদাবাজি করার চেষ্টা করে তার বিরুদ্ধে এক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, আগামী ৬ মাসে ক্যাম্পাসে আরো ৩ থেকে ৪টি ফুড কোর্ট নির্মাণ করা হবে। এগুলোর জন্য জায়গা নির্ধারণের কাজ চলছে। এছাড়া সদ্য উদ্বোধন করা ফুডকোর্টের পাশের লেকটির সৌন্দর্য বর্ধনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান উপাচার্য। এদিকে উদ্বোধন হওয়া নতুন ফুড কোর্টে সর্বনিম্ন ৪০ টাকা হতে সর্বোচ্চ ৩০০ টাকার খাবার পাওয়া যাবে। যা সকাল ৭টা হতে রাত ১১টা পর্যন্ত সেবা দিবে। টেস্টি ট্রিটের পাশাপাশি শিগগিরই সিতারা বেকারি তাদের কার্যক্রম শুরু করবে। চালু হবে ‘কেফে ১৬’। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা, টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার শাহরিয়ার রেজা প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে