বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ২০:২৪
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

জানা যায়, জাককানইবিসাস কর্তৃক প্রকাশিত স্মরণিকাটির নাম দেয়া হয়েছে ‘আমরা টুটাব তিমির রাত’। নামকরণক করেছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদ আহসান হাবীব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসংগীত ‘চল চল চল’- এর একটি পঙক্তি থেকে এই নামটি নেয়া হয়েছে।

স্মরণিকাটির মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘এটি সাংবাদিক সমিতির একটি অনন্য উদ্যোগ। সাংবাদিকতার পাশাপাশি তারা যে সাহিত্যের রূপ-রসেরও স্বাদ নিচ্ছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এই স্মরণিকাটির নামকরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আর ভেতরেও জাতীয় পর্যায়ের ব্যক্তিবর্গের রয়েছে, যেটি এটিকে গুণগত মানসম্পন্ন করে তুলেছে। সমিতির এই ধারা অব্যাহত থাকুক। সবার জন্য শুভকামনা।’

স্মরণিকাটির সম্পাদক আহসান হাবীব বলেন, ‘আজকের দিনটি সমিতির জন্য একটি স্মরণীয় দিন। বিগত আট বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে সংগঠনটি স্বমহিমায় তার অবস্থান জানান দিয়েছে ক্যাম্পাসে। এরই ধারাবাহিকতায় আমাদের এই স্মরণিকা প্রকাশ। এতে জাতীয় পর্যায়ের নানা ব্যক্তিবর্গ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের লেখা স্থান পেয়েছে। আশা করছি, পাঠকরা এই প্রকাশনা থেকে সাংবাদিকতার বিস্তৃত পথের অভিজ্ঞতা সম্পর্জে জানতে পারবে।’

উল্লেখ্য, স্মরণিকাটিতে শুভেচ্ছা বাণী দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কে এ খালিদ, ময়মনসিংহ-৭ আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ আরো অনেকে। পাশাপাশি এতে লিখেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত রাশেদ আহমেদ আলী সহ আরো অনেকে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে