সিলেট অঞ্চলকে ফুটিয়ে তুলছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘লোগো’
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
পূন্যভূমি খ্যাত সিলেট অঞ্চলকে ‘দুটি পাতার একটি কুড়ির’ দেশও বলা হয়। এই বিশেষত্বকে হুবহু শুরু থেকে ধরে রেখেছে সিলেটের প্রথম উচ্চ শিক্ষায়তন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষালয়টির ‘লোগো’ যেন সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করছে বিশ্ব দরবারে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে ও লোগো বিশ্লেষণ করে দেখা যায়, এতে শাহজালাল (রঃ) এর প্রতি সর্বোত্তম শ্রদ্ধার প্রকাশ হয়েছে। ইসলাম প্রচারে হযরত শাহজালাল (রঃ) কর্তৃক গৃহীত শক্তিশালী পদক্ষেপের প্রতীক লোগোর অলঙ্করণে ‘ইসলামী খিলান ও মিনার’ ব্যবহার করা হয়েছে।
নীচের পাত্রটি ‘কিস্তি’কে (একধরণের জলযান) বুঝানো হয়েছে। জনশ্রুতি রয়েছে, তিনি তার ‘জায়নামাজ’ (প্রার্থনার মাদুর) ‘কিস্তি’ হিসাবে ব্যবহার করে নদী ও স্রোত পার হতেন।
লোগোর মাঝখানে ‘খোলা বইটি জ্ঞান এবং আলৌকিকতাকে’ বুঝায়। আর প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য ‘একটি পরমাণু’ এবং ‘একজোড়া কম্পাসের গঠন’ খোদাই করা হয়েছে।
এছাড়া লোগোতে থাকা ‘দুটি পাতা এবং একটি কুঁড়ি’ সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করে; যা চা বাগানের জন্য বিখ্যাত।
যাযাদি/ এসএম