বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সিলেট অঞ্চলকে ফুটিয়ে তুলছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘লোগো’

শাবি প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
সিলেট অঞ্চলকে ফুটিয়ে তুলছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘লোগো’

পূন্যভূমি খ্যাত সিলেট অঞ্চলকে ‘দুটি পাতার একটি কুড়ির’ দেশও বলা হয়। এই বিশেষত্বকে হুবহু শুরু থেকে ধরে রেখেছে সিলেটের প্রথম উচ্চ শিক্ষায়তন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষালয়টির ‘লোগো’ যেন সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করছে বিশ্ব দরবারে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে ও লোগো বিশ্লেষণ করে দেখা যায়, এতে শাহজালাল (রঃ) এর প্রতি সর্বোত্তম শ্রদ্ধার প্রকাশ হয়েছে। ইসলাম প্রচারে হযরত শাহজালাল (রঃ) কর্তৃক গৃহীত শক্তিশালী পদক্ষেপের প্রতীক লোগোর অলঙ্করণে ‘ইসলামী খিলান ও মিনার’ ব্যবহার করা হয়েছে।

নীচের পাত্রটি ‘কিস্তি’কে (একধরণের জলযান) বুঝানো হয়েছে। জনশ্রুতি রয়েছে, তিনি তার ‘জায়নামাজ’ (প্রার্থনার মাদুর) ‘কিস্তি’ হিসাবে ব্যবহার করে নদী ও স্রোত পার হতেন।

লোগোর মাঝখানে ‘খোলা বইটি জ্ঞান এবং আলৌকিকতাকে’ বুঝায়। আর প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য ‘একটি পরমাণু’ এবং ‘একজোড়া কম্পাসের গঠন’ খোদাই করা হয়েছে।

এছাড়া লোগোতে থাকা ‘দুটি পাতা এবং একটি কুঁড়ি’ সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করে; যা চা বাগানের জন্য বিখ্যাত।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে