শীতের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরছে যবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ১১:০৪

যবিপ্রবি প্রতিনিধি

শীতকালীন ছুটি শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৩ই জানুয়ারি) ১৩ দিনের ছুটি শেষে যবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। এদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। 

এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দুটি চালু করা হয়। ঐদিন সকাল থেকেই পরিবার ছেড়ে আসা শিক্ষার্থীরা হলগুলোতে প্রবেশ করতে থাকে।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের প্রথম পর্বের সেমিস্টার পরীক্ষা থাকায় ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা পরিবার ছেড়ে ক্যাম্পাসে ফিরেছেন। এর আগে গত ১লা জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়। 

উল্লেখ্য, যবিপ্রবির একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বরের শীতকালীন ছুটি পিছিয়ে পহেলা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি বুধবার পর্যন্ত শীতকালীন অবকাশ ঘোষণা করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ১৩ দিনের ছুটি পেয়েছে যবিপ্রবি শিক্ষার্থীরা।

যাযাদি/ এসএম