শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

শাবি প্রতিনিধি
  ১২ জানুয়ারি ২০২৪, ১৭:০৩
নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানী ঢাকার বানানীস্ত মন্ত্রীর বাসভবনে তাদের মধ্যে কুশল বিনিময় হয়।

নতুন শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখছি নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। এতে নতুন শিক্ষামন্ত্রীর সাথে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন উপাচার্য।

নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান পূর্বে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এবার পূর্ণমন্ত্রী করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেই রেখেছেন।

এদিকে, শাবি ভিসি ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। শাবিতে তিনি দুই মেয়াদে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে