ব্যবসা প্রশাসন শিক্ষা তথা বিবিএ-এমবিএ। বাংলাদেশে এই বিষয় পড়ে ক্যারিয়ার গড়া কিংবা উদ্যোক্তা হওয়ার ট্রেন্ডটা শুরু হয়েছে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হাত ধরে। যদিও পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পাঠদান অনেক আগে থেকেই চলে আসছে। ডাক্তারি কিংবা প্রকৌশলের মতই ব্যবসায় প্রশাসনও দারুন চাহিদাসম্পন্ন একটি বিষয়। বিজনেস অনুষদের পড়ে উদ্যোক্তা যেমন হওয়া যায়, তেমনি বহুজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিপণনসহ অনেক ক্ষেত্রে ক্যারিয়ার গঠন করা যায়।
মূলত সে লক্ষ্যেই দীর্ঘদিন ধরে সাফল্যের পরিচয় রাখছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ উচ্চশিক্ষিত ও বিদেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে ব্যবসায় প্রশাসনের কোর্সগুলো পরিচালনা করে আসছে।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ-এর শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির স্বয়ং নিজে এই বিভাগে পাঠদান করেন। ডিন হিসেবে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ। আছেন পূর্ণকালীন ৩ অধ্যাপকসহ বেশকিছু শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহীদের জন্য উইকেন্ড এমবিএ (এক্সিকিউটিভ) কোর্স চালু রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গ্রিন ইউনিভার্সিটির বিবিএ/এমবিএ প্রোগ্রাম মোট পাঁচটি বিষয় তথা মানসম্মত শিক্ষার্থী, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, কোয়ালিটি কোর্স কারিকুলাম, দক্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং উন্নত ভৌত অবকাঠামোর ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে।
বলা হয়ে থাকে, ব্যবসায় প্রশাসন বিভাগে বৈচিত্র্যময় কোর্স থাকে। এসব কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে আগেভাগেই ধারণা পেয়ে থাকেন। শিক্ষাজীবন থেকেই এদের মধ্যে একধরনের পেশাদারিত্বের লক্ষণ দেখা যায়।
ফলে চাকরিদাতারা যে ধরনের স্মার্ট ও পটু কর্মী খুঁজেন, তার প্রত্যেকটি বিষয়ই পাওয়া যায় বিবিএ ও এমবিএ সম্পন্নকারীদের মধ্যে। এছাড়া চার বছরের বিবিএ প্রোগ্রামে অসংখ্য অ্যাসাইনমেন্ট, ফিল্ড ওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, প্রেজেন্টেশনে অংশ নিতে হয়। ফলে সহজেই এই প্রোগ্রামের শিক্ষার্থীরা নিজেদের চাকরির জন্য প্রস্তত করে ফেলেন।
বিভাগের চেয়ারপার্সন মাহমুদ ওয়াহিদ বলেন, গ্রিন ইউনিভার্সিটি বিবিএ-এমবিএ প্রোগ্রামগুলোর কোর্সগুলো যুগোপযোগী। বেশ কয়েকজন অভিজ্ঞ শিক্ষকও এখানে পাঠদান করছে। তরুণ ও মেধাবী শিক্ষক তো রয়েছেই। তিনি বলেন, মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে এক জব মার্কেটে যাওয়ার আগে কীভাবে প্রস্তুত করতে হয়- সেটিতেই আমাদের নজর থাকে।
গ্রিন ইউনিভার্সিটি-২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও স্বল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় এখন দেশের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ইউএস-বাংলা গ্রুপের সাথে গ্রিন ইউনিভার্সিটির সম্পাদিত চুক্তির আওতায় গ্রুপের ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইউএস-বাংলা অ্যাসেট, ইউএস-বাংলা লেদার, হাইটেক, মিডিয়া, মেডিক্যাল কলেজ এবং ইউএসবি এক্সপ্রেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবে।
এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু ডিগ্রি প্রদান করেই দায়িত্ব শেষ করে না, পাশাপাশি তাদের ক্যারিয়ারের দিক নির্দেশনা প্রদান, ইন্টার্নশিপ ও চাকরি প্রাপ্তির জন্য কাজ করে। এজন্য প্রতিষ্ঠা করা হয়েছে সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) এর বাইরেও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করে দেশ-বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।
অবকাঠামো ক্ষেত্রে অনন্য সুবিধা পাচ্ছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এজন্য ঢাকার সন্নিকটে পূর্বাচল আমেরিকান সিটির নান্দনিক পরিবেশে স্থায়ী ক্যাম্পাস গড়েছে এই বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসটিতে যেতে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্ট থেকে অর্ধশতাধিক বাস ও মাইক্রোবাসের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা রেখেছে এই বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা : অপেক্ষাকৃত কম সচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষার সুযোগ পায় সেজন্য গ্রিন ইউনিভার্সিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর টিউশন ফি মওকুফের সুবিধা দিয়ে ছাত্রছাত্রী ভর্তি করছে।
এ ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, ছাত্রী এবং জাতীয় দলের খেলোয়াড়দের বিশেষ সুবিধায় লেখাপড়ার সুযোগ দিচ্ছে। ভর্তির পর পরীক্ষার ফলাফলের ওপর বৃত্তি দেয়া হয়।
এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ বলেন, গ্রিন ইউনিভার্সিটি হলো জিনিয়াস তৈরির কারখানা। যেখানে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের কোর্স কারিকুলামের সাথে সামঞ্জস্য অথচ দেশের চাহিদাকে একেবারে বিসর্জন না দিয়ে শিক্ষার্থীদের বিজনেস স্টাডিজ শিক্ষা দেয়া হয়।
যাযাদি/ এম