ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজের ‘ইউসিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব’ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (২১-২৩ এপ্রিল) ১৩তম আন্তঃ স্কুল-কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান গত সোমবার (২১ এপ্রিল, ২০২৫) সকাল ১১ টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আলমগীর কবীর। এ মেলায় ঢাকা শহরের প্রায় ২৫ টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ কওে এবং বিজ্ঞান ও কম্পিউটার প্রজেক্টে মোট ৪৫ টি প্রজেক্ট ডিসপ্লে করা হয়। পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ এবং গেইম প্রতিযোগিতা আয়োজন করা হয়
মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৩:০০ টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমদ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আলমগীর কবীর, সহকারী প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিকী। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যাযাদি/ এম