র্যানকন মটরস এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর ফলে মার্সেডিজ-বেঞ্জ এর ইলেকট্রিক গাড়ির নিরবিচ্ছিন্ন চার্জিং সল্যুশন পাওয়া যাবে।
র্যানকন মটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার রেদওয়ানুল জিয়া এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের এমডি তানভির শাহারিয়ার উৎস বৃহস্পতিবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশন এখন থেকে মার্সেডিজ-বেঞ্জ এর ইলেকট্রিক গাড়ির চার্জিং সল্যুশন রক্ষণাবেক্ষণের সকল দায়িত্ব পালন করবে। বর্তমানে দুইটি প্রতিষ্ঠানের অধীনে দেশজুড়ে ২০টি এসি চার্জার রয়েছে যার মাধ্যমে যে কোন মডেলের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সুযোগ রয়েছে এবং ২০২৫ এর জানুয়ারি মাসের মধ্যে আরও ১০টি দ্রুত গতির ডিসি চার্জার সংযুক্ত করা হবে।
টেকসই পরিবহন ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহনকে ব্যাপকভাবে প্রতিশ্রুতিশীল প্রযুক্তি হিসেবে গণ্য করা হয়। পাশাপাশি কম আমদানি শুল্ক এবং কম জ্বালানি খরচের জন্য গ্রাহকদেরও বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ তৈরি করছে।
যাযাদি/এসএস