আগামী ডিসেম্বরে ভূমি সেবা সংক্রান্ত ৫টি সফটওয়্যার এর নতুন সংস্করণ চালু হতে যাচ্ছে
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৯:৫০
ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরে ভূমি সেবা সংক্রান্ত ৫টি সফটওয়্যার মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম, ই-পর্চা,ডিএলআরএমএস, ভূমি প্রশাসন ব্যবস্থাপনা, সিস্টেম, ল্যান্ড সার্ভিস গেটওয়ে (এলএসজি) এর নতুন সংস্করণ চালু হতে যাচ্ছে।
প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্টতা বিবেচনায়, একই প্রশিক্ষণে ৫টি সফটওয়্যারের ওরিয়েন্টেশনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ তেজগাঁও ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও আদায়ের লক্ষ্যে হোল্ডিং এর শতভাগ ও নির্ভুল ডেটা এন্ট্রিকরণ এবং অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত সফটওয়্যার প্রচলন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করে।
ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল এঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ও অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগ ভিত্তিক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সদর উপজেলা/ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) এর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা বিশেষত নাগরিকদের ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধের অন্যতম পূর্বশর্ত হ'ল ভূমি উন্নয়ন কর বিষয়ক সফটওয়্যারে রেজিস্টার-২ বা হোল্ডিং এর শতভাগ ও নির্ভুল ডেটা এন্ট্রিকরণ। এ লক্ষ্যে, ১ ডিসেম্বর ২০২৪ হতে ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত সারাদেশ ব্যাপী হোল্ডিং এর ডেটা এন্ট্রিকরণ-যাচাইকরণ কার্যক্রমটি পরিচালনার জন্য ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমটি বিভাগীয় পর্যায়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সরাসরি তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) গণের মাধ্যমে সম্পাদিত হবে। এ লক্ষ্যে, সকল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) ও রেভিনিউ ডেপুটি কালেক্টর এর জন্য দিনব্যাপী প্রশিক্ষণ (চারটি ব্যাচ) এর পরিকল্পনা নেয়া হয়েছে।
কর্মশালায় অনলাইনে শতভাগ রেজিষ্ট্রেশন ২ এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিতকরণে করণীয় বিষয়ে উপস্থাপনা, নতুন সৃজিত ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) ব্যবস্থাপনা সিস্টেম প্রদর্শন, নতুন সৃজিত নামজারী ব্যবস্থাপনা সিস্টেমে নামজারী প্রক্রিয়া,অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে লগ ইন, প্রোফাইল আপডেট, অফিস সেটিং ও মৌজা সেটিং বিষয়াদি,নতুন সৃজিত ই-পর্চা সিস্টেম প্রদর্শন ও রেকর্ড সংশোধন বিষয়ক প্রক্রিয়া ও ভূমি অধিগ্রহণ মামলার সমুদয় ডেটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিতকরণ প্রক্রিয়া অবহিতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
পরে ভূমি সচিব হবিগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত ভূমিসেবা নিশ্চিতকরণে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয় সর্বস্তরের নাগরিকদের সাথে মতবিনিময় সভায় অনলাইনে জুম প্লাটফর্মে যোগদান করেন।
যাযাদি/ এম