বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আমদানি পর্যায়ে পুনরায় মূল্য সংযোজন কর হ্রাস

যাযাদি ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৪১
আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৪২
ছবি: যায়যায়দিন

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫% করা হয়েছে।

আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ড বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রসঙ্গত, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ (পনের) শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ (পাঁচ) শতাংশ মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে। এ অব্যাহতির ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫% মূল্য সংযোজন কর বলবৎ থাকলো।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করে উক্ত মূল্য সংযোজন কর অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাগণকে বর্ধিত মূল্যে ভোজ্য তেল কিনতে হবে না। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বলবৎ থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে