এলপিজি দাম ১২ কেজিতে ১ টাকা কমল

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৭:০৭

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

তরলীকৃত এলপিজি গ্যাসের দাম ১২ কেজিতে ১ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে ১২ কেজিতে বেড়েছিল ৩৫ টাকা। প্রতি নতুন দাম নির্ধারণ করেছে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকা।

মঙ্গলবার ( ৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অক্টোবরে দাম ছিল ১ হাজার ৪৫৬ টাকা।

বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। 

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে এ ঘোষণার আগেই বাজারে এলপিজির দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

বিইআরসির চেয়ারম্যান বলেন, ‘অভিযোগ অস্বীকার করি না, আগেও অভিযোগ ছিল। খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এটি প্রতিরোধে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনকে বাজার নজরদারি করতে চিঠি দেওয়া হবে।’

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২১ টাকা ২৫ পয়সা, যা গত মাসে ছিল ১২১ টাকা ৩২ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

যাযাদি/ এম