জিরো কার্বন এমিশনের লক্ষ্যে কাজ করছে প্রিয়শপ

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৩:৩৮

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস এবং মডার্ন ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ ২০২১ সাল থেকে সেরা ব্র্যান্ডের প্রয়োজনীয় পণ্য এমএসএমই-দের কাছে পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে দেশের ৭৮টি থানার ৮০৬টি এলাকায় সেবা দিয়ে যাচ্ছে। আগামীতে প্রিয়শপ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাথে নিয়ে আরও থানায় ব্যবসায়ের পরিধি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয়শপ এমএসএমই-দের ডিজিটালাইজেশন এবং অর্থায়নের সুবিধা প্রদান করছে, যা এই খাতের ব্যবসায়ীদের জন্য অভূতপূর্ব অগ্রগতি সাধন করছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে প্রিয়শপ।

শুধু তাই নয়, প্রযুক্তির সর্বশেষ উন্নয়নের সাথে প্রিয়শপ পৃথিবীতে কার্বন পদচিহ্ন কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। সৌর প্যানেল, প্রাকৃতিক আলো এবং ই.ভি ডেলিভারি যানবাহন দিয়ে বাংলাদেশে একাধিক গ্রিন হাব চালু করেছে। প্রিয়শপ উদ্ভাবন এবং সম্প্রসারণ অব্যাহত রেখেছে। তাই প্রতিষ্ঠানটি শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালীই করে না; বরং এর প্রাকৃতিক সম্পদও রক্ষা করে। 

বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ এরও বেশি। দেশের তরুণ জনগোষ্ঠী এবং ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় প্রিয়শপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয়শপের এই যাত্রায় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করার মূলে রয়েছে এর এমএসএমই। প্রতিষ্ঠানটি স্থানীয় ব্যবসায়ের সাথে প্রত্যক্ষ ও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করে, যেখানে ব্যবসায়িক সাফল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বৃহত্তর বাজারে প্রবেশ করে।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, “গ্রিন হাব সম্প্রসারণ আমাদের বিভিন্ন ধরনের এফএমসিজিতে সহজে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে এবং দেশের বিভিন্ন এলাকার এমএসএমই সেক্টরের উন্নয়নে অবদান রাখবে।” বর্তমানে প্রিয়শপ প্ল্যাটফর্মে যুক্ত আছে ৮৩ হাজারেরও বেশি রিটেইলার। প্রিয়শপের এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-দের চাহিদা পূরণ করার জন্য একটি মডার্ন ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০০ মিলিয়ন মানুষকে সেবা দিবে। এর জন্য প্রিয়শপের ব্যবসায়ের পরিধি দেশের সকল থানায় করার পরিকল্পনা রয়েছে। 

প্রিয়শপের পরিধি থানা পর্যায়ে হওয়ায় কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাপক ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। সারা দেশে নতুন হাব চালু হচ্ছে, যা শহর থেকে গ্রামীণ এলাকায় বেকার যুবকদের জন্য আরও বেশি বেশি চাকরির সুযোগ উন্মুক্ত করছে। ফলে বাংলাদেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে। বৃহত্তর বাজারে প্রবেশাধিকার, দক্ষ লজিস্টিক এবং আর্থিক সহায়তা দিয়ে এমএসএমই-দেরকে তাদের ব্যবসায় বৃদ্ধিকে ত্বরান্বিত করছে প্রতিষ্ঠানটি।

যাযাদি/ এসএম