শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কসবায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৫ নভেম্বর ২০২০, ১৮:৫২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “ মুজিব বর্ষের অঙ্গীকার কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করব আমন ধান” এই শ্লোগানকে সামনে রেখে এই স্লোগানকে সামনে রেখে আমন ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী, কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মানিক প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী বলেন, প্রতি কেজি ২৬ টাকা দরে উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ৪শত ৪২ মেট্টিক টন আমন ধান ক্রয় করা হবে। উপজেলার ১০টি ইউনিয়ন ছাড়াও কসবা পৌর এলাকার কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয় করা হবে।

যাযাদি/এস/৬.৫০

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে