মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৫ নভেম্বর ২০২০, ২১:১৮

কালীপূজা উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর রোববার ফের চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। রোববার সকাল থেকেই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

তবে শনিবার বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী, ক‚টনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, কালীপূজা উপলক্ষে শনিবার স্থলবন্দরের কার্যক্রম এক দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকেই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, কালীপূজা উপলক্ষে শনিবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ও করোনা পরিস্থিতির কারণে দু'দেশে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে