মাতুয়াইলে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে তাদের মেয়ে জুঁই আক্তার (১৪)।
আজ সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন- রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার।
নিহতের স্বজনরা জানিয়েছেন, তাদের বাসা ডেমরা কোনাপাড়া এলাকায়। আর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১৫ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১৫
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান বলেন, ‘সকালে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পার হচ্ছিলেন ওই তিনজন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা খান। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার। আহত জুঁই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। ’
তিনি বলেন, ‘এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
যাযাদি/ এসএম