রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে তাদের মেয়ে জুঁই আক্তার (১৪)।
আজ সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন- রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার।
নিহতের স্বজনরা জানিয়েছেন, তাদের বাসা ডেমরা কোনাপাড়া এলাকায়। আর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১৫ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১৫
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান বলেন, ‘সকালে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পার হচ্ছিলেন ওই তিনজন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা খান। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার। আহত জুঁই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। ’তিনি বলেন, ‘এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
যাযাদি/ এসএম