এক ঘণ্টার চেষ্টায় ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকায় একটি বাড়িতে আগুন লাগার এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বেলা সোয়া ৩টার দিকে লাগা এই আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। দোতলা ওই বাড়ির নিচে পস্নাস্টিকের কারখানা উপরে বাসা। ইটের দেওয়ালের টিন শেড বাড়িটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, বাসা বাড়ি থেকে না কি কারখানা থেকে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তাতদন্ত না করে বলা যাবে না। সংস্থার এক বার্তায় বলা হয়, ৩টা ১৭ মিনিটের দিকে তারা খবর পেয়ে ৮ মিনিটের মধ্যে লালবাগের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। এরপরে লালবাগ ফায়ার স্টেশনের আরো একটি, হাজারীবাগের দুটি, পলাশীর দুটি, সিদ্দিকবাজার থেকে দুটিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। \হপ্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।