রাজধানীতে কীটনাশক পানে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
যাযাদি রিপোর্ট
রাজধানীর মুগদার কমিশনার গলিতে কীটনাশক পানে আব্দুলস্নাহ আল-নাফি (২০) নামের এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন। শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আল নাফি কুমিলস্নার বরুড়া উপজেলার মহিপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে উত্তর মুগদার কমিশনার গলিতে ভাড়া বাসায় থাকতেন। নিহতের বড় ভাই আব্দুলস্নাহ আল-শাফি জানান, নাফি ও আমি যমজ ভাই। নাফি ২০২৩ সালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে নারায়ণগঞ্জের তোলারাম কলেজে ভর্তি হয়। সে পড়াশোনা নিয়ে বিষণ্নতায় ভুগছিল। তিনি জানান, শুক্রবার রাতে কাউকে কিছু না বলে হঠাৎ সে কীটনাশক পান করে। জানতে পেরে দ্রম্নত তাকে আমরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অমিত হাসান বলেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।