বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
শরীফ নুরুল আম্বিয়া

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে

যাযাদি রিপোর্ট
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে
শরীফ নুরুল আম্বিয়া

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে নতুন সমস্যার সৃষ্টি হবে। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে একটা কথা এখানে এসেছে, সে বিষয়ে আমরা আমাদের কথা বলেছি। দেশে যে রাজনৈতিক সমস্যা, সামনে যে নির্বাচন ও সংস্কার সে বিষয়ে ঐকমত্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে। তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, যারা এই অভু্যত্থানকে সমর্থন করেছে, নেতৃত্ব দিয়েছে সবার কথা হল জনগণ যেন অভু্যত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, অভু্যত্থানের শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কাঙ্‌িক্ষত নির্বাচনে অগ্রসর হতে পারি, সেটাই একান্ত কাম্য। আম্বিয়া বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আজকের প্রথম বৈঠকে বড় আলোচনার কিছু ছিল না। দলগুলো প্রত্যেকেই তাদের লিখিত প্রস্তাবনা দিয়েছেন, আমরাও দিয়েছি। জাতীয় ঐক্য নিয়ে বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দলের সবাই আগ্রহ প্রকাশ করেছেন যেন আমাদের জাতীয় ঐক্য ঠিক থাকে এবং গণতন্ত্রের পথে যেন অগ্রসর হতে পারি। প্রত্যেকেই সহযোগিতার কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, আমরাও সহযোগিতা করব। আজকের বৈঠকে এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে