চট্টগ্রামে আ'লীগ ও অঙ্গ সংগঠনের আরও ২০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরো ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার (৮ ফেব্রম্নয়ারি) দুপুর ২টা পর্যন্ত নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), শিশু মো. সিফাইতুলস্নাহ আজম ওয়াছি (১৭), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান (২৪), ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন ওরফে শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া প্রকাশ দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), মো. কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫), মো. কায়েস (২২), মো. আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪),মো. সোহেল (৪৮) ও কর্ণফুলী উপজেলার যুবলীগ সংগঠক রাসেল আহমেদ (৩৮)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, 'নগরের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের নিরাপত্তায় এ অভিযান চলমান রয়েছে।'