বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান নিয়ে উদ্বেগ বাড়ছে

এ কে এম রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২৪, ১২:১৯
ছবি : যায়যায়দিন

সরকার পতনের পর স্থানীয় জনগণ পূর্বে পার্কের পরিবেশ নষ্ট করা খাবারের দোকানগুলো উচ্ছেদ করেছিল। ফজলে নুর তাপস মেয়র থাকা অবস্থায় এই দোকানগুলো পার্কে বসানো হয়েছিল। কিন্তু এখন আবার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে এসব খাবারের দোকান বসানোর উদ্যোগ চলছে।

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ একাধিকবার চিঠি দেওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের দোকান ইজারা দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা সম্ভব নয়, এটা বুঝতে পারা যায়। তবে পার্কে খাবার দোকান বসিয়ে পরিবেশ নষ্ট করার সিদ্ধান্ত বাতিল করা তো কঠিন কিছু হওয়ার কথা নয়! স্থানীয় আন্দোলনকারী ও উদ্বিগ্ন নাগরিকরা পার্কের ঐতিহ্য এবং পরিবেশের স্বার্থ রক্ষায় আহ্বান জানিয়ে চলেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে