রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

যাযাদি ডেস্ক
  ১০ জুলাই ২০২৪, ১২:০৫
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেডের’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

সকাল সাড়ে দশটায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুই শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীদের ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি কোটা বিরোধী স্লোগান দিতে দেখা যায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে