বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ইসলামবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২৪, ০৯:২৫
আপডেট  : ২৩ মার্চ ২০২৪, ০৯:২৯
ইসলামবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় জুতা তৈরি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সদস্যরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পানি স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। সর্বশেষ সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগা ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুনের পাশাপাশি প্রচণ্ড ধোয়ার কারণে আগুন নেভাতে সময় লাগে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে