মিরপুরে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, বিক্ষোভ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৩, ১১:৩১

যাযাদি ডেস্ক

রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। 

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১৪ ও ১৩ নম্বর এলাকার সড়কে অবস্থান নেন। এখন তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাচ্ছেন।

যাযাদি/ এসএম