এবারের বইমেলায় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানের দুটি বই ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর লেখা "ক্রিয়েটিভ কনটেন্ট" এবং "সফল ক্যারিয়ার" বই দুটি বর্তমানে বইমেলার সবচেয়ে বিক্রিত বইয়ের তালিকায় অবস্থান করছে বলে ঘোষণা দিয়েছে বর্ষাদুপুর পাবলিকেশন। বইমেলার প্রথম সপ্তাহে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে লিখে এই বইটির প্রথম মুদ্রণই শেষ হয়ে যায়।
বর্ষাদুপুর পাবলিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে যে, "ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার" বইটি তাদের সবচেয়ে জনপ্রিয় এবং বিক্রিত বই হিসেবে বর্তমানে বেস্ট সেলার তালিকার শীর্ষে অবস্থান করছে। বইটির প্রথম মুদ্রণের সফলতার পর, অতি দ্রুততার সাথে বাড়তে থাকে, যার ফলে দ্বিতীয় মুদ্রণ দ্রুত প্রিন্ট করে বাজারে ছাড়া হয়েছে।
কনটেন্ট ক্রিয়েশনে বর্তমানে জনপ্রিয় এক নাম হচ্ছে রবিন রাফান। যদিও রবিন রাফান নামে চিনলেও এই কনটেন্ট ক্রিয়েটরের আসল নাম হচ্ছে ওবায়দুর রহমান। ২০১৯ সাল থেকে উনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পুরোপুরি সময় দিয়ে আসছেন। সম্প্রতি তিনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন তার কাজের জন্য। যুক্তরাষ্ট্রে ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫ জিতেছেন বেস্ট কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। এ ছাড়ো কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রথম অ্যাওয়ার্ড তিনি পান ২০২৩ সালে টিকটক অফিশিয়াল থেকে। এছাড়াও ২০২৫ সালে উনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন তার জনপ্রিয় সব কনটেন্টের জন্যে ।
রবিন রাফান একজন অভিজ্ঞ কনটেন্ট ক্রিয়েটর এবং সফল ক্যারিয়ার উপস্থাপক হিসেবে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করছেন এই বইগুলিতে। বিশেষ করে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই বইগুলি বিশেষভাবে উপযোগী, যেখানে তাদের জন্য করণীয়, পদক্ষেপ এবং সফলতার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।প্রতিদিনই অনেকেই কনটেন্ট ক্রিয়েশন প্রফেশনে আসছে। আর দিন দিন এই প্রফেশনের চাহিদাও বেড়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান তাদের কথা ভেবে বই লেখার উদ্যোগ নেন। কন্টেন্ট ক্রিয়েটরকে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন যদি বই এর মাধ্যমে দেওয়া যায় তাহলে অনেকেরই হয়তো অনেক উপকারে আসবে।
বই সম্পর্কে জিজ্ঞেস করা হলে কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান জানান যে, অনেক বাধা , হ্যাকিং, কপি রাইট স্ট্রাইক আসতেই থাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর এর পেজ কিংবা চ্যানেলে। আর এই বিষয়গুলো নিয়ে একটি পূর্ণাজ্ঞ গাইড দেয়ার লক্ষেই আমার এই বই লেখা শুরু করি। এই বইটি সবাই সারা দেশ ব্যাপী পছন্দ করছে দেখে আমি অনেক খুশী’।
এছাড়াও দিন দিন ফ্রিল্যান্সারদের সংখ্যা কিন্তু বাংলাদেশের বৃহৎ আকারে বেড়ে যাচ্ছে। ফ্রিল্যান্সারদের কে কোথা থেকে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে ,কি কি প্রশিক্ষণ নেওয়া যেতে পার্, কি কি স্কিল ভবিষ্যতের জন্য ভালো হতে পারে এইসব বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি আমার ফ্রিল্যান্সারদের জন্য লিখা বই “ভবিষ্যতের ফ্রিল্যান্সিং, প্রশিক্ষণ থেকে সাফল্য”বইতে। তারমানে আমি এই বইতে বোঝানোর চেষ্টা করেছি কি কি স্কিল বর্তমানে শিখা যেতে পারে এবং ভবিষ্যতে কি কি স্কিল আপনার জন্য ভালো হতে পারে এবং কোথায় সেই স্কিল শিখা যেতে পারে ,সবকিছু লিখে বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও ফ্রিল্যান্সিং বিষয়ক এই বইতে, ভবিষ্যতে ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশে কি কি সুযোগ সুবিধা আসতে পারে সেই সম্পর্কেও আমি লেখার চেষ্টা করেছি।রবিন রাফান আরও বলেন যে, অনেকেই জানেনা যে , ফ্রিতে অনলাইনেও ফ্রিল্যান্সিং কোর্স করা যায়। সেই বিষয়েও আমি অনেকগুলো সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে এই বইয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। তাছাড়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে গিয়েও অনেকে প্রতারণার শিকার হচ্ছেন, আর সেই প্রতারণা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কিভাবে নিজেকে একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করা যেতে পারে সে বিষয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
এবারের বইমেলায় এই বইগুলির ব্যাপক জনপ্রিয়তা এবং পাঠক-প্রতিক্রিয়া দেখে স্পষ্ট যে কনটেন্ট ক্রিয়েটরদের জন্যে এবং ফ্রিল্যান্সারদের জন্যে লেখা বইগুল বই অনেকটাই সহায়ক এবং পথপ্রদর্শক হয়ে উঠবে এই প্রফেশনগুলো তে আশা মানুষদের জন্যে। বইগুলো অনলাইনে জনপ্রিয় সবগুলোও সাইট যেমন রকমারি, পিবিএস, বইসদাই, ওয়াফিলাইফ থেকে অর্ডার করা যাচ্ছে এছাড়াও অমর একুশে বইমেলার প্যাভিলিয়ন ১০ এ স্টুডেন্ট ওয়েজ এ পাওয়া যাচ্ছে এই বইগুলো। প্রতি শুক্রবার রবিন রাফান নিজে পাঠকের সাথে সরাসরি সাক্ষাৎ করে অটোগ্রাফ দিয়ে বই পাঠকের হাতে তুলে দিচ্ছেন।
যাযাদি/ এম